রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

দনিয়ার বর্ণমালা স্কুলের পক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দনিয়ায় অবস্থিত বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ ঘিরে পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের লাগাতার ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল দুপুরে স্কুলের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে ‘বর্ণমালাকে রক্ষায় আমরা বদ্ধপরিকর’, ‘বর্ণমালা নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে বিক্ষোভ সমাবেশও করেন তারা। অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কুদ্দুস, অভিভাবক প্রতিনিধি ফয়সাল বাবু, বর্ণমালা অভিভাবক ফোরামের সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক জামাল মিয়া, সদস্য খান মো. মহিউদ্দিন, প্রতিষ্ঠানের অভিভাবক আবদুল কাইয়ুম খন্দকার, অভিভাবক ও আওয়ামী নেতা আল আমিন, মামুন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, প্রাচীনতম বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজটি আবদুস সালাম বাবুর বলিষ্ঠ নেতৃত্বে সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে। কুচক্রী মহল প্রতিষ্ঠানটি ধ্বংসের পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সর্বশেষ খবর