রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

মাঙ্কিপক্সের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত খবর ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক

‘মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে’ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান কার্যক্রম চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ জাতীয় গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়। তাছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ঘুরে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। দেশীয় কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রচার করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজেও এ ধরনের কোনো বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তিতে সম্প্রতি বলা হয়, সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘আগামী ১ থেকে ২৯ জুন পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।’

সর্বশেষ খবর