বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

সুন্দরবনে তিন মাস মাছ ধরা বন্ধ পর্যটক নিষিদ্ধ

বাগেরহাট প্রতিনিধি

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদ-নদী ও খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময়ে সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করেছে। এ জন্য সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস ও পারমিট দেওয়া বন্ধ রেখেছে বন বিভাগ। সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনের আশপাশে সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। সুন্দরবনে গত বছরও দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকলেও এ বছর তা আরও এক মাস বাড়ানো হয়েছে। এ সময়ে সুন্দরবনে বন্ধ করা হয়েছে সব ধরনের পর্যটকের প্রবেশ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গোটা সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। এবারও মৎস্য বিভাগের সঙ্গে সমন্নয় করে এ সময় এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব নদী ও খালে মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস-পারমিট। এ সময় মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী-খালে মাছ বাড়বে।

সর্বশেষ খবর