শিরোনাম
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

কাফনের কাপড় পরে অনশনে মৎস্যের ৫১২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ’ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ৫১২ কর্মচারী দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে গতকাল অষ্টম দিনের মতো মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন তারা। গতকাল সানাউল নামের একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কাফনের কাপড় পরে আন্দোলন করে চলেছেন। তারা  বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

৫০০ জন ক্ষেত্রসহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জন জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই দক্ষ জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তরের সহায়ক সব পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদফতরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। এ অবস্থায় এসব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। এ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে।

সর্বশেষ খবর