মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

আটা-ময়দার নকল ওষুধ

নিজস্ব প্রতিবেদক

ইউনানি-আয়ুর্বেদিক ওষুধের আড়ালে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ তৈরির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা আটা-ময়দা দিয়ে দেশি ৯টি কোম্পানি এবং বিদেশি একটি কোম্পানির নকল ওষুধ তৈরি করত। তাদের তৈরি নকল ওষুধের মধ্যে রয়েছে-ন্যাপ্রোক্সেন প্লাস, প্যানটোনিক্স, গরু মোটাতাজার নিষিদ্ধ ওষুধ পেরিএকটিন, খোলা মাইজিদ-৫০০ ট্যাবলেট। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার।

 ডিবির অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- হিমালয় ল্যাবরেটরিজের মালিক মোর্শেদ আলম শাওন (৩৫), সাভারের গোডাউনের কবির হোসেন (৪৪), কুমিল্লায় নকল ওষুধের ডিস্ট্রিবিউটর আল আমিন চঞ্চল (৩৫), নকল ওষুধ প্যাকেজিংয়ে জড়িত নাজিম উদ্দিন (৪২), গোডাউন রক্ষণাবেক্ষণকারী তৌহিদ (২৮), গোডাউন ও ওষুধ তৈরি কারখানায় অপারেটর ও শ্রমিক আইনুল ইসলাম (৩২), সাগর (১৯), আবির (২১), রুবেল (২৩), পারভেজ (৩২)। রবিবার পুরান ঢাকার মিটফোর্ড, কুমিল্লা এবং সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর