মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান গতকাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না। এর আগে গত রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। জানা গেছে, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করবে সরকার। নতুন কারিকুলামে এসএসসি ও সমমানের আগে কোনো পাবলিক পরীক্ষা রাখা হয়নি। সে হিসেবে আর প্রাথমিক সমাপনী বা জেএসসি-জেডিসি কোনোটিই ভবিষ্যতে হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর