মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

গ্যাসের দাম বাড়িয়ে লুণ্ঠনমূলক প্রক্রিয়াকে সুরক্ষা দেওয়া হয়েছে

আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করলেই গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। কিন্তু সরকার জনগণের স্বার্থ না দেখে অযৌক্তিক ও লুণ্ঠনমূলক প্রক্রিয়াকেই সুরক্ষা দিয়েছে, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

গতকাল এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করবে। বাসার রান্নার খরচ বাড়ার সঙ্গে সঙ্গে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচও বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বেড়ে যাবে প্রায় ৪৩ শতাংশ।

সর্বশেষ খবর