বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

ছিনতাই ও মলমপার্টির ৪৪ সদস্য গ্রেফতার

বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের ৪৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১৯ কৌটা মলম, দেশীয় অস্ত্র, ৭৬০ গ্রাম গাঁজা, ১৫টি মোবাইল ফোন, ১৪ হাজার ৬০৫ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার পল্টন, মতিঝিল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অজ্ঞানপার্টির সদস্যরা রাজধানীর লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করে। তারপর সহজ-সরল যাত্রীদের টার্গেট করে কখনো তাদের ডাব, কোমল পানীয় কিংবা পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। আবার কখনো যাত্রীবেশে লঞ্চ, বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে তাদের নাকের কাছে চেতনানাশক ওষুধে ভেজানো রুমাল দিয়ে অজ্ঞান করে থাকে। যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। কখনো ভিড়ের মধ্যে চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত তরল স্প্রে করে যাত্রীদের জিনিসপত্র কেড়ে নেয়। চেতনানাশকের পরিমাণ বেশি হলে ভুক্তভোগীর জ্ঞান ফিরতে ৭২ ঘণ্টা পর্যন্ত লেগে থাকে। অজ্ঞানপার্টির শিকার ব্যক্তি শারীরিকভাবে দুর্বল ও বয়স্ক হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঢাকার খিলগাঁও ও মালিবাগ রেলগেট, দৈনিক বাংলার মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক, হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, আবদুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি থাকে।

সর্বশেষ খবর