বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

কুমিল্লা প্রতিনিধি

জামিন পেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। শারীরিক অসুস্থতার কারণে গতকাল কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ৯ মে বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

সর্বশেষ খবর