সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

চিকিৎসার জন্য ভারত যেতে পারেননি আলাল, ফেরানো হলো বিমানবন্দর থেকে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি। গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাঁকে কোনো কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে জানান আলাল। গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে ডিসেম্বরে দেশে ফেরেন আলাল। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য গতকাল সকালে তাঁর ভারতে যাওয়ার কথা ছিল। আলাল জানান, হাই কোর্টের কাগজপত্র ও চিকিৎসাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে যেতে দেওয়া হয়নি। একজন অসুস্থ রোগী বলার পরও ওপরের নির্দেশ আছে জানিয়ে তাঁকে তারা যেতে দেননি। ইমিগ্রেশন থেকে কোনো কারণ বলা হয়নি বা কোনো লিখিত কাগজও দেওয়া হয়নি। সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে তাঁকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর