মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

বাড়িতে ফেনসিডিলের আসর বসানোয় আটক হলো ইউপি চেয়ারম্যানের স্ত্রী-সন্তান

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে ফেনসিডিলের আসর বসিয়ে ইউপি সদস্যের স্ত্রী গ্লাসে ফেনসিডিল ঢেলে পরিবেশন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রেফতার হয়েছেন ওই ইউপি সদস্যের স্ত্রী ও ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়ার স্ত্রী স্বপ্না বেগম ও সন্তান শাহিন আলমকে গতকাল গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন সীমান্তের নিকটবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত বাদশা মিয়া। ব্যবসা ঠিক রাখতে তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। তারা আরও জানান, রংপুরসহ বিভিন্ন স্থানের লোকজন ফেনসিডিল খেতে আসে বাদশার বাড়িতে। সীমান্ত কাছে হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বড় চালান পাচার করে বাদশার বাড়িতে পাঠায়। তার বাড়ি থেকে ফেনসিডিল চলে যায় দেশের বিভিন্ন স্থানে। আর এসব নিয়ে কেউই তার ভয়ে মুখ খোলে না। এ বিষয়ে কথা বলার জন্য ইউপি সদস্য বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তবে গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আমিন বলেন, ‘ওই ইউপি সদস্য নির্বাচনের আগে মাদক মামলায় স্ত্রীসহ জেলহাজতে গিয়েছিলেন। বর্তমানে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না তা আমার জানা নেই।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, মাদক ব্যবসায়ীরা যত বড় হোক না কেন তাদের আইনের আওতায় নেওয়া হবেই।

সর্বশেষ খবর