শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

আমি না থাকলে কুমিল্লায় লাশ পড়ত : এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমাদের ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে না পারে সে ব্যবস্থা করা হয়েছিল। আমাকে চিঠি দিয়ে আটকে রেখে এ কাজগুলো করা হয়েছে। আমি যদি না থাকতাম হয়তো কুমিল্লায় লাশ পড়ত। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সিটি নির্বাচনে বিজয় উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি কর্মীদের বলেছিলাম ধৈর্য ধারণ করে এ নির্বাচন মোকাবিলা করতে হবে। নির্যাতন-অত্যাচার হলেও ধৈর্য ধরতে হবে। যার ফল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এ বিজয়। সভায় নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আরফানুল হক রিফাত কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি পরে এমপি বাহারকে নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ খবর