শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনার সাহস ও সততার অবদান পদ্মা সেতু : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার সাহস ও সততার অবদান পদ্মা সেতু। এই সেতু নিয়ে কত কথা বলা হয়েছে। কত অপবাদ দেওয়া হয়েছে। কত ষড়যন্ত্র করা হয়েছে। কানাডা কোর্ট মামলায় রায় দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক যেসব অভিযোগ এনেছে সব ভুয়া, মিথ্যা। দুর্নীতির কোনো অভিযোগ এখানে টেকেনি। পদ্মা সেতু বিশ্বের বুকে নতুন করে মাথা উঁচু করিয়েছে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে যুক্ত হবে। গতকাল দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলাবিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদসহ অনেকে।

মির্জা আজম বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সব কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় এবার পদ্মা সেতুর অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারা দেশের মানুষও উদ্বোধনী উৎসবে যোগ দেবে। 

সর্বশেষ খবর