রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

টানা বৃদ্ধির পর কিছুটা কমল করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন ধরে টানা বৃদ্ধির পর গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার কিছুটা কমেছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা ৩০০’র উপরেই রয়েছে। এছাড়া আগের দিনের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩০৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫.৯৪ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৪৩৩ জন করোনা রোগী। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছিল ৬.২৭ শতাংশে। সুস্থ হয়েছিলেন ৯৩ জন।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে ২২ মের পর থেকে টানা ১৫ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে থাকে। তিন মাস পর গত শুক্রবার ফের দৈনিক শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়ায়।

সর্বশেষ খবর