মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যা পরবর্তী পুনর্বাসনে বিশেষ বরাদ্দ দাবি জমিয়তের

নিজস্ব প্রতিবেদক

বন্যা পরবর্তী পুনর্বাসনে বিশেষ বরাদ্দসহ আট দফা দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী লিখিত বক্তব্যে এ দাবি জানান। মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, যেসব জেলার অবস্থা খুবই ভয়াবহ দ্রুত সেসব জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।

পর্যাপ্ত পরিমাণ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ জরুরি ওষুধ প্রেরণ করতে হবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ কমিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে হবে। জমিয়তে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীবসহ কারাবন্দি সব আলেমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার জনদাবি পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুুল কুদ্দুস কাসেমী, মাওলানা জাকারিয়া আমিনী, মাওলানা আফজাল হোসাইন রহমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবদুল গাফফার ছয়ঘরী, মাওলানা হেদায়েতুল ইসলাম ও মুফতি মাহবুবুল আলম।

 

সর্বশেষ খবর