শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার উপহার ব্রেইল বই পেল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

সাংস্কৃতিক প্রতিবেদক

বসুন্ধরার উপহার ব্রেইল বই পেল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

‘বসুন্ধরা খাতা ব্রেইল বই ডোনেশন প্রোগ্রাম, তোমার হাতে তোমার ভবিষ্যৎ-২০২২’ স্লোগানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা খাতা।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের মহতী উদ্যোগে ভিউ (ভিজুয়ালি ইম্পায়ারড্ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার) ফাউন্ডেশনের সহযোগিতায় ও বসুন্ধরা খাতার পৃষ্ঠপোষকতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের এসব বই উপহার দেওয়া হয়। এনসিটিবি কর্তৃক অনুমোদিত ব্রেইল প্রিন্টিং পদ্ধতিতে বাংলা সহপাঠ, বাংলা সাহিত্যপাঠ ও ইংলিশ ফর টুডে এ বইগুলো বিতরণ করা হয় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সারা দেশের সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে এ ব্রেইল বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে ব্রেইল বইগুলো তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক বরেণ্য সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এতে স্বাগত বক্তব্য দেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি সোহরাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব ডিভিশন (সেলস) গোলাম সারওয়ার নওশাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ন্যাশনাল সেলস) রাজু আহমেদ, ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলি চৌধুরীসহ দুটি প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, ‘মানুষের কল্যাণ হলেই দেশের কল্যাণ হয়। সেদিক থেকে আপনাদের জন্য বসুন্ধরা গ্রুপের উপহার এবং আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আমাদের চারপাশে দৃষ্টির মানুষ অনেক আছে, কিন্তু তারা যেন চোখ থেকেও অন্ধ। তবে আপনারা যেভাবে এগোচ্ছেন তা আমাকে বিস্মিত করেছে। এ পথচলা যেন আরও সুদূরপ্রসারী হয় সে প্রত্যাশা রইল।’ তিনি আরও বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে না, যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে তাদের জীবনের মানোন্নয়নের জন্যই কাজ করে। দেশ ও মানুষের কল্যাণে স্লোগানে শুরু থেকেই বসুন্ধরা গ্রুপ কাজ করে যাচ্ছে।’

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘এটাকে আমি বই বিতরণ বলব না, বলব স্বপ্ন বিতরণ। আমরা আশা করি আপনারা উচ্চশিক্ষিত হবেন, সবাইকে দেখিয়ে দেবেন। সাধারণ শিক্ষার্থীরা আপনাদের দেখে উৎসাহিত হবে।’

ডেপুটি জেনারেল ম্যানেজার (ন্যাশনাল সেলস) রাজু আহমেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের প্রায় প্রতিটি প্রোডাক্টের মূল্য থেকে একটি অংশ ভালো কাজের পেছনে, মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হয়। আপনারা অনেক কষ্ট করে এত দূর এসেছেন, আমরা এখন আপনাদের সর্বোচ্চ শিখরে দেখতে আগ্রহী।’

ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে ভিউ ফাউন্ডেশন। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে ব্রেইল বই দেওয়া হলেও উচ্চমাধ্যমিক পর্যায়ে তা নেই। আজ তারা বসুন্ধরা খাতার উদ্যোগে সেই উচ্চমাধ্যমিক পর্যায়ের বই পাচ্ছে। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলি চৌধুরী বলেন, ‘এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এমনিতেই চোখে দেখেন না। এরপর যদি তারা শিক্ষা না পান তবে তার সব দিক থেকেই অন্ধত্ব বরণ করবেন। সে জায়গাটি থেকে বসুন্ধরা খাতা যেভাবে এগিয়ে এসেছে, তা এই শিক্ষার্থীদের আলোকিত করবে।’

বই পাওয়ার অনুভূতি প্রকাশে নটর ডেম কলেজের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আবু ফারেজ বলেন, ‘শিক্ষা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কষ্টকর। আমি যেহেতু দৃষ্টিপ্রতিবন্ধী, সেহেতু আমাকেই আমার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এদিক থেকে আজকে বসুন্ধরা খাতা আমাদের বই দিয়ে যে সাহায্য করল, এ উপহার সত্যিই প্রীতিময়।’

নতুন পাওয়া বইয়ের মধ্য থেকে বাংলা সহপাঠ বই থেকে রবীন্দ্রনাথের একটি গল্পের অংশবিশেষ পাঠ করে শোনান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোহিনী আক্তার।

বিশ্বসাহিত্য কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান : বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ বিকাল ৪টায় ‘বর্ণিল সুতো সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডা. আবদুর নূর তুষার।

সর্বশেষ খবর