রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নাটোরের একটি আদালতের এজলাসের ভিডিও করে তা নিজের অনলাইন পেজে ভাইরাল করার অভিযোগে মামলা হয়েছে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া ওই মামলায় তাকে গ্রেফতার করেছে নাটোর সদর থানা পুলিশ।  শনিবার ভোর ৩ টার দিকে নাটোর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আলামিন বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সাংবাদিক নাসিম ‘হ্যালো নাটোর’ নামে নিজের একটি অনলাইন ও ফেসবুক পেজ/গ্রুপ চালান। আদালতের ভিতরের দৃশ্য ধারণ করে তিনি অনলাইনে ভাইরাল করেন।  এ ঘটনায় বেঞ্চ সহকারী আলামিন বিশ্বাস শুক্রবার রাতে সাংবাদিক নাসিমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সর্বশেষ খবর