রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

সাহিত্য অ্যাকাডেমির ফেলোশিপ সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

কলকাতা প্রতিনিধি

সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ ‘ফেলো’ সম্মানে ভূষিত হলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গতকাল কলকাতায় সাহিত্য অ্যাকাডেমি সভাঘরে তাঁকে ফেলোশিপ তুলে দেন অ্যাকাডেমির সভাপতি চন্দ্রশেখর কাম্বার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সচিব কে শ্রীনিবাস রাও, অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য কবি সুবোধ সরকার। পরে কে শ্রীনিবাস রাও বলেন, ‘বহু সম্মানে ভূষিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শুধু বাংলাভাষী মানুষের কাছে নয়, সারা দেশে জনপ্রিয়। তাঁকে ফেলোশিপ দিতে পেরে সাহিত্য অ্যাকাডেমি গর্বিত।’

পুরস্কার পেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘আজকের এ সম্মান আমি মাথা পেতে নিচ্ছি। আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি কী করেছি, তা আমি জানি না। আমি আমার মনের মধ্যে কখনো কোনো গৌরব বহন করি না। আমার শুধু বিনম্র হতে ইচ্ছা করে। কোনো অহংকার আমায় স্পর্শ করে না। কেননা এই যে লেখা... একজন শ্রমিকের কত কত কাজ করে যাওয়া... এর দিনান্তে কিছু সম্মান হয়তো প্রাপ্তি হয়, কিছু টাকাপয়সা আসে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো, এই যে সাড়া পেয়েছি, কেউ কেউ বলেছেন আমি তোমার সঙ্গে আছি, তোমার ভাবনা, তোমার হৃদয়টা আমি বুঝতে পারছি। এটুকুই আমার প্রাপ্তি, আমার পরম পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আর কী আছে?’  ‘মানবজমিন’ উপন্যাসের স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়া আরও সাত ভারতীয় লেখককে এ সম্মাননায় ভূষিত করা হয় সাহিত্য অ্যাকাডেমির তরফে। সাহিত্য অ্যাকাডেমি সভাঘরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি নিয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। তাতে অংশ নেন কবি সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, স্মরঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ খবর