শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

খোয়াই নদীর চোরাবালিতে আটকা পড়ে দুই ছাত্রের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতিদিন তারা খোয়াই নদীর চরে ফুটবল খেলে ক্লান্ত হয়ে নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে গোসল করে বাড়িতে ফেরে। কিন্তু গতকাল তাদের আর বাড়ি ফেরা হয়নি। তারা চলে গেছে না ফেরার দেশে। বন্যার পানির সঙ্গে আসা পলিতে নদীর নিচে জমা হওয়া চোরাবালিতে আটকে দুই ছাত্রের করুন মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। নিহত দুই ছাত্র হল- হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। সাগর হবিগঞ্জ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নাহিদ স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে নদীর চরে ফুটবল খেলে সাগর ও নাহিদ গোসলের জন্য নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীর নিচে জমা নরম চোরাবালিতে আটকে পড়ে তারা প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর