শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

মুরাদনগরে সালিশে ডেকে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে সালিশ বৈঠকে ডেকে এনে মানবাধিকার কর্মী মরিয়ম বেগমকে মারধর করা হয়েছে। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার সঙ্গীরা ওই নারীকে পিটিয়ে আহত করেন।

মরিয়ম এখন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের উত্তর ত্রিশ এলাকার একটি প্রতিষ্ঠানে ২৮ জুন রাতে মরিয়মকে মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় মারধরের একপর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক-সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা    উৎপীড়ন বন্ধ করেনি। নির্যাতনের শিকার মরিয়ম বলেন, চেয়ারম্যানের সামনেই তার শ্লীলতাহানি করা হয়। মার খেতে খেতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, মরিয়ম তাকে গালমন্দ করায় মারধর করা হয়েছে। চেয়ারম্যান জাকির হোসেন বলেন, পূর্বের সামান্য একটি বিরোধ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। আমরা ওটা মীমাংসা করে দিয়েছি। ভিডিওতে দেখা নারী নির্যাতন দৃশ্যের বিষয়টি তিনি এড়িয়ে যান। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, ওই মহিলা একটি সাধারণ ডায়েরি করতে এসেছিলেন। আমরা তাকে নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর