শিরোনাম
রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

৬ কোটি ৮০ লাখ টাকার আইস ও ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যের এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর রাতে উনচিপ্রাং এলাকার নাফ নদীর পাড় থেকে এসব মাদকসহ কারবারি নয়াপাড়া উনচিপ্রাং এলাকার নুর আহমেদের ছেলে মো. ফারুক (৩৫) কে আটক করা হয়। বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এক ব্যক্তি কাঠের নৌকায় মিয়ানমার হতে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এলে তাকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী হ্নীলা অবরাং এলাকায় বেড়িবাঁধের পাশে মাটির নিচে লুকায়িত ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা। আটক মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায়  সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর