মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিচারপতি আনসার আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

বিচারপতি আনসার আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত আইনজীবী, ভাষাসৈনিক বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার বনানীতে তাঁর কবরস্থান প্রাঙ্গণে এবং নওগাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাঁকে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ দেওয়া হয়। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর ছোট ছেলে হাই কোর্টের বিচারপতি আহমেদ সোহেল তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর