শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
নূর হোসেন আদালতে অনুপস্থিত

দুই জেল সুপারকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে আদালতে হাজির না করায় দুটি জেলখানার দুই জেল সুপারকে শোকজ করা হয়েছে। আদালতের নির্ধারিত সময়ে নূর হোসেনকে হাজির করা হয়নি কেন তা সশরীরে হাজির হয়ে কৈফিয়ত দিতে কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপারকে বলা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ আদেশ দিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ্ উদ্দীন সুইট বলেন, ‘আমাদের আদালতে অস্ত্র আইনের একটি মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য ছিল। আরেকটি মাদক মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। চারজন পুলিশ সদস্য সাক্ষী দিতে আদালতে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ আগে থেকে আদালতকে কিছুই তথ্য দেয়নি। যখন আসামি আদালতে উপস্থিত হয়নি তখন কারা কর্তৃপক্ষের কাছে ফোনের মাধ্যমে জানতে চাওয়া হলে তারা জানান, নূর হোসেনকে আরেকটি মামলায় ঢাকার বিশেষ আদালতে হাজির করা হয়েছে। কিন্তু এ বিষয়টি আগে থেকে জানানো হয়নি।’ তিনি জানান, কারা কর্তৃপক্ষের কারণে আদালতের সময় নষ্ট হয়েছে। দূর-দূরান্ত থেকে সাক্ষীরা এসে হয়রানির শিকার হয়েছেন। এ জন্য দুটি কারাগারের দুই জেল সুপারকে কৈফিয়ত দিতে শোকজ করা হয়েছে। আগামী ৪ আগস্ট দুই জেল সুপারকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে দিন ধার্য করেছেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর