শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

অকালে চলে গেলেন ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন

নিজস্ব প্রতিবেদক

অকালে চলে গেলেন ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন

ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুলিশ সদর দফতরের এক বিবৃতিতে দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে আইজিপি বলেন, ‘দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকালমৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।’ গতকাল সকালে দেওয়ান লালন অসুস্থতা বোধ করলে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাওয়ালীতে তাঁর গ্রামের বাড়ি লাশ নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অন্য নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের পক্ষে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচ এবং গীতিকবি সংঘ বাংলাদেশ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুলিশ সদর দফতর জানায়, দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ৭ জুলাই ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে যোগ দেন। মৃত্যুকালে লালন আহমেদ স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর