শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফের হাসপাতালে কবি হেলাল হাফিজ

সাংস্কৃতিক প্রতিবেদক

ফের হাসপাতালে কবি হেলাল হাফিজ

অসুস্থ হয়ে ফের ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আছেন ‘যে জলে আগুন জ্বলে’খ্যাত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কয়েক দিন যাবৎ নানা শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে বুধবার সন্ধ্যায় কবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই তাঁর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মূলত দীর্ঘদিন যাবৎ চোখের অসুবিধা, খেতে না পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছিলেন কবি হেলাল হাফিজ। এ ছাড়া তিনি কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন। এর আগে বার্ধক্যজনিত সমস্যায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল চিরকুমার এই কবিকে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন কবি হেলাল হাফিজ। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। তুমুল জনপ্রিয়তার কারণে কাব্যগ্রন্থটির ৩৩টি সংস্করণ মুদ্রিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর