শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় চিরনিদ্রায় শায়িত প্রত্নতাত্ত্বিক ড. এনামুল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলা উপজেলার ভেলুরপাড়ায় স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক, গবেষক, সংস্কৃতজন প্রফেসর ড. এনামুল হক। গতকাল বাদ জুমা ভেলুরপাড়া ড. এনামুল হক ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের কিংবদন্তিতুল্য প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ড. এনামুল হক ১০ জুলাই রাজধানীতে নিজ বাসভবনে মারা যান। দেশ স্বাধীনের পর ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘরে রূপান্তর এবং প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক হিসেবে তিনি ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ড. এনামুল হক ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন।

সর্বশেষ খবর