বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

নরসিংদীতে সংঘর্ষে দুজন নিহত

নরসিংদী প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে রায়পুরার নিলক্ষা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোসলেম মিয়া ও আমির মেম্বার। তারা দুজনই বাঁশগাড়ী এলাকার বাসিন্দা। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার নিলক্ষা গ্রামের সুমেদ আলী ও রাজীব গ্রুপের সঙ্গে একই এলাকার নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, মামলা ও পাল্টা মামলা দায়েরের ঘটনা ঘটে।

এক বছর আগে দুই পক্ষের সংঘর্ষের পর নিজাম উদ্দিন ও মতিনের লোকজনকে এলাকা ছাড়া করা হয়। এরই মধ্যে গতকাল দুপুরে নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের লোকজন পাশর্বর্তী বাঁশগাড়ী থেকে লোকজন নিয়ে এলাকায় উঠার চেষ্টা চালায়। খবর পেয়ে সুমেদ আলী ও রাজীব গ্রুপের লোকজন টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে বাধা দেয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে মোসলেম মিয়া ও আমির মেম্বার মারা যান। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও নরসিংদীর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এলাকায় আধিপত্ব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে পুনরায় তারা সংঘর্ষে জড়ান। এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর