বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

৮০-তে পা দিলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

আশি বছরে পা দিলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের বেডে বসেই তিনি কাটলেন জন্মদিনের কেক। ১৯৪৩ সালের ১৯ জুলাই ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া রওশন এরশাদ ৭৯ বছর পূর্ণ করলেন। গতকাল ব্যাংককে তার সন্তান সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ মাকে নিজের হাতে কেক খাওয়ান। এর আগে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। পরে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাসও দেন রাহগির। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থা এখন ভালো। কিছু পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই আমরা দেশে ফিরব। প্রসঙ্গত, দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ শেষে গত ২৭ জুন ব্যাংকক থেকে দেশে ফিরে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেন রওশন এরশাদ। পরে ৫ জুলাই আবারও ব্যাংককে যান তিনি।

রওশন এরশাদের পিতা খান সাহেব উমেদ আলী এবং মাতা বদরুন নাহার। স্বামী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে  মারা যান এরশাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর