সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বেবী মওদুদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বেবী মওদুদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক-লেখক, নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য এএন মাহফুজা খাতুন বেবী মওদুদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ২৩ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বেবী মওদুদ। মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। দায়িত্ব পালন করেন ১৯৬৭-৬৮ সালে ঢাবির রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসেবে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর অসহযোগ আন্দোলনে অংশ নেন তিনি।

১৯৬৭ সালে সাংবাদিকতায় যুক্ত হন বেবী মওদুদ। এরপর তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক, চিত্রালী, আজাদ, গণবাংলা, মুক্তকণ্ঠ, বিবিসি, বাসস, সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক ললনা ও সাপ্তাহিক রানারে দীর্ঘদিন কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন।

সর্বশেষ খবর