সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

সাম্প্রদায়িকতা রুখতে হবে সবাই মিলে

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িকতা রুখতে হবে। সবাই মিলে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সহিংসতা থামাতে হবে। এটি না করা গেলে দেশের অস্তিত্ব হুমকিতে পড়বে। এ ধরনের সহিংসতা তীব্র হলে অর্থনীতিও হুমকিতে পড়বে। দেশের বেশকিছু বিশিষ্ট নাগরিক এমন মন্তব্য করেছেন। গতকাল তারা সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এক নাগরিক প্রতিবাদ আলোচনা সভায় এসব মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য নাগরিক প্রতিবাদ কর্মসূচির সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সাবেক বিচারপতি আব্দুল মতিন, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সংসদ সদস্য  ঊষাতন তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, চাকমা রাণী ইয়েন ইয়েন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বিশিষ্ট আইনজীবী সারা হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের কোর গ্রুপের সদস্য আসিফ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব সুব্রত হাজরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

সর্বশেষ খবর