সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
মিট দ্য প্রেস অনুষ্ঠানে আহসান খান চৌধুরী

প্রাণের রপ্তানি আয় ৫৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘প্রাণ-আরএফএল গ্রুপ’ ২৫ বছর ধরে বিশ্বের ১৪৫টি দেশে তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে আসছে। এসব দেশে প্রাণের পণ্যসামগ্রীর ভোক্তা অন্তত ১৫০ কোটি মানুষ। গ্রুপটির মাধ্যমে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের। এর মধ্যে দেশের বাইরে কর্মসংস্থান হয়েছে ৩ হাজার বাংলাদেশির। প্রতিষ্ঠানটি গত অর্থবছরে পণ্য রপ্তানি করে আয় করেছে ৫৩ কোটি ২০ লাখ ডলার। ২০৩০ সালের মধ্যে রপ্তানি এই আয় ২০০ কোটি ডলার করার টার্গেট দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনে ‘রপ্তানির ২৫ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এই রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে গত অর্থবছরে ১০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। এ ছাড়া পণ্য বহুমুখীকরণে টুথব্রাশ থেকে বিচ টয়ের মতো পণ্য তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর