শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের গতি কেউ রুখতে পারবে না

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে যে গতি তার একটি কারণ রয়েছে। আর সেটি হলো তরুণ সমাজ। এখন দেশে ৬৫ শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে। তাই আমাদের এই গতি কেউ রুখতে পারবে না। এই ৬৫ শতাংশ মানুষ সারা দেশে পুরোদমে কাজ করতে পারে। আমরা সেদিক দিয়ে ভাগ্যবান। সে জন্যই আমাদের এই গতি দুর্বারগতি। শিল্প, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন সব ক্ষেত্রেই  আমরা একের পর এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। আমরা আরও আরও এগিয়ে যাব। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওলিলা অপালইন্ডাস্ট্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, এসপি মোহাম্মদ জাকারিয়া ও অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

সর্বশেষ খবর