বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নতুন বিয়ের কারণেই খুন আলী নূর

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক আলী নূর বিশ্বাস হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আহিনা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানিয়েছে, প্রেমিক আলী নূরের আগের বিয়ের খবর জানতে পেরে তাকে খুন করেন আহিনা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক বলেন, মাগুরার শ্রীপুরের আলী নূর ২০১৪ সালে ঢাকায় এসে প্রথমে গার্মেন্ট কর্মী, পরে অটোরিকশা চালাতে শুরু করেন। প্রায় তিন বছর আগে আহিনা খাতুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। আশুলিয়ায় তিন বছরে তারা পাঁচবার বাসা পরিবর্তন করেছেন। আহিনার তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ অধিনায়ক বলেন, গত জুলাইয়ের শুরুতে আলী নূর কিছু দিনের জন্য মাগুরায় গ্রামের বাড়ি যান। ওই সময় আহিনা জানতে পারেন আলী নূর গ্রামের অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। ১৭ জুলাই ঢাকায় ফিরলে তাদের মধ্যে মান-অভিমান শুরু হয়। না জানিয়ে বিয়ে করায় আলী নূরের ওপর ক্ষিপ্ত হন আহিনা। গোপনে আলী নূরকে হত্যার পরিকল্পনা করেন। সবশেষ ৩০ জুলাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন আলী নূর। ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার মোবাইল ফোন সেটসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ে পালিয়ে যান আহিনা খাতুন। ডিআইজি মোজাম্মেল বলেন, হত্যার পর কাঁচপুরে গার্মেন্ট কর্মী পরিচয় দিয়ে ২ হাজার ২০০ টাকায় নতুন একটি বাসা ভাড়া নেন।

৩১ জুলাই বিকালে আলী নূরের মোবাইল থেকে ভগ্নিপতি জাকিরকে জানান, আলী নূর অসুস্থ অবস্থায় আছেন তাকে বাঁচান। পরদিন দুপুরে আলী নূরের আত্মীয়স্বজন জিরাবোয় দেলোয়ার বেপারির ভাড়া বাড়িতে গিয়ে দেখেন রুমের দরজা তালাবদ্ধ। বাসার মালিক ও স্থানীয়দের সহায়তায় জানালা খুললে ভিতর থেকে তীব্র দুর্গন্ধসহ মেঝেতে কাঁথা মোড়ানো অবস্থায় আলী নূরের লাশ দেখতে পাওয়া যায়। আশুলিয়া থানা পুলিশ এসে লাশ মর্গে পাঠায়। জানা গেছে, আহিনার বাড়ি নীলফামারী। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০১৩ সালে তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। সে ঘরের সন্তানকে মায়ের কাছে রেখে ২০১৮ সালে তিনি ঢাকায় আসেন এবং আশুলিয়ার একটি গার্মেন্টে চাকরি নেন। আলী নূর বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর