বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দাখিল ও আলিমের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের দাখিল ও আলিম পরীক্ষার পুনর্বিন্যস্ত (সংক্ষিপ্ত) সিলেবাস প্রকাশ করা হয়েছে। সোমবার দাখিলের ও মঙ্গলবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত এ পাঠ্যসূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত পাঠ্যসূচির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পুনর্বিন্যস্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অনুমোদন দেয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, চলতি বছরের মতো আগামী বছরের পরীক্ষাও পুনর্বিন্যস্ত সিলেবাসে নেওয়া হবে।

সর্বশেষ খবর