শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছিনতাইকারীকে ধরলেন আহত কলেজছাত্র

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র সাজেদুর রহমান রুবায়েদ। তবে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় সেই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। রুবায়েদ কুমিল্লা অধ্যাপক আবদুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ওই এলাকার রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন রুবায়েদ। এ সময় মোটরসাইকেল আরোহী এক ছিনতাইকারী তার ফোনটি ধরে টান দেয়। কিন্তু রুবায়েদ মোবাইল ফোন ছাড়েননি। তখন ছিনতাইকারী রুবায়েদের হাতে ছুরিকাঘাত করে। একপর্যায়ে মোবাইল ফোন ছেড়ে দিলেও দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে তাকে পুলিশে দেওয়া হয়। তার নাম পায়েল হোসেন (২১)। সে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আলমের ছেলে।

গতকাল উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পিয়াল তুরাগের সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। জামিনে বের হয়ে ছিনতাইয়ে নামে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

সর্বশেষ খবর