রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ম্যাজিস্ট্রেটের আদেশ

রিভিশনাল ফোরাম থাকলে বিরুদ্ধে রিট নয়

নিজস্ব প্রতিবেদক

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের পর রিভিশনাল ফোরামের (আপিল ফোরাম) সুযোগ থাকলে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে বলে গতকাল জানা গেছে। রাজধানীর জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দুই আইনজীবীর রিমান্ড মঞ্জুরের বৈধতা প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল খারিজ করে গত ১৯ জুন আপিল বিভাগ এ রায় দেয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন এ বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।

১১ পৃষ্ঠার মূল রায়টি লিখেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। অন্য দুই বিচারপতি তাঁর সঙ্গে একমত হয়েছেন রায়ে।

আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ফৌজদারি কার্যবিধির অধীনে ম্যাজিস্ট্রেট এই মামলায় আদেশ (রিমান্ড) দিয়েছেন। জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এই আদেশ চ্যালেঞ্জ করা যাবে না। ম্যাজিস্ট্রেটের আদেশ দায়রা আদালতে রিভিশনাল বিচারে সংশোধনযোগ্য। কেউ যদি ম্যাজিস্ট্রেটের রিমান্ড আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তারা রিভিশন চেয়ে দায়রা আদালতে আবেদন করতে পারেন। তৃতীয় পক্ষের ওই রিমান্ড আদেশ চ্যালেঞ্জ করে ১০২ অনুচ্ছেদ অনুসারে হাই কোর্টে রিট করার এখতিয়ার নেই। 

সর্বশেষ খবর