শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কবরের ওপর কবর দেওয়ার ফি বাড়াল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর ফের কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বনানী কবরস্থান বাদে অন্য কবরস্থানে ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসি সূত্রে আরও জানা যায়, কবরস্থানে সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা হলেও দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা করা হয়েছে। মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধু পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে। 

আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা। বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে।

এগুলো হলো- উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

সর্বশেষ খবর