বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালন

সাংস্কৃতিক প্রতিবেদক

আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে কবি শামসুর রাহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলা একাডেমি। গতকাল একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ আয়োজনে ‘শামসুর রাহমানের কবিতা-পাঠ : কবি ও ব্যক্তিকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. বায়তুল্লাহ্ কাদেরী।

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. শোয়াইব জিবরান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সেলিনা হোসেন বলেন, শামসুর রাহমান যেন ছিলেন রূপকথার কবি। তিনি তাঁর অসামান্য মেধা ও শ্রমের যুগলবন্দির সম্মিলনে বাংলা কবিতার আয়তন বৃদ্ধি করেছেন। শামসুর রাহমান কবিতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে ধারণ করেছেন। এ দেশের সংকটে-সংগ্রামে তিনি আমাদের কাছে নিত্য-প্রাসঙ্গিক হয়ে বিরাজ করেন।

 

সর্বশেষ খবর