শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্রুনাই থেকে মরদেহ আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ব্রুনাইয়ের রিফাজ হাসপতালে বরিশালের গৌরনদীর প্রবাসী শিপন হাওলাদারের (৪৪) মরদেহ পড়ে আছে সাড়ে ৬ মাস ধরে। রেমিটেন্স যোদ্ধা শিপনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হস্তক্ষেপ কামনা করেছে শিপনের পরিবার। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ জানুয়ারি ব্রুনাইয়ের রিফাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপন। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারছে না তার পরিবার। শিপন বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের মৃত জয়নাল হাওলাদারের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানলাম। ব্রুনাই প্রবাসীর মরদেহ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কার্যালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যাবতীয় সুযোগ-সুবিধা ওই পরিবারকে দেওয়া হবে।

সর্বশেষ খবর