বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিল্পমালিকদের তোপের মুখে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে উচ্ছেদকারীরা শিল্পকারখানা মালিকদের তোপের মুখে পড়েন এবং বাধার সম্মুখীন হন। এ বিষয়ে শ্যামপুর-কদমতলী শিল্পকারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘এটা ৩০ ফুট প্রশস্ত রাস্তা। রাস্তার দুই ধারে কমপক্ষে ২৯টি শিল্পকারখানা রয়েছে। যেগুলো বৈধ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ও রাজউক অনুমোদিত স্থাপনা। কিন্তু ডিএসসিসি আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা ছাড়াই হঠাৎ ঘোষণা দেয় উচ্ছেদের। এতে অনেকেরই কারখানা ভাঙনের মুখে পড়েছে।

মালিকরা রাজউক অনুমোদিত বৈধ কাগজপত্র দেখালেও সেগুলো আমলে নেওয়া হয়নি। এতে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।’

নাদিম আখতার নামে অন্য এক কারখানা মালিক বলেন, ‘এখানে চার-পাঁচ তলা ভবন, পাওয়ার স্টেশন, মসজিদ-মাদরাসা ও এতিমখানা রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে রাজউকসহ সিটি করপোরেশনকে এগুলোর বৈধতার প্রমাণাদি দেওয়া হয়েছে। তার পরও হঠাৎ আজ (মঙ্গলবার) এসে ভাঙচুর ও উচ্ছেদ করা হয়।’

সর্বশেষ খবর