মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে : মন্টু

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে বলে দাবি জানিয়েছেন গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু। তিনি বলেন, ২০১৪ আর ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দুঃশাসন হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ গণফোরাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপেক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে মন্টু বলেন, এখন মানুষ প্রস্তুত, যতই অত্যাচার করেন না কেন, মানুষ রুখে দাঁড়াবেই। মানুষের যে নাভিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেই নাভিশ্বাসই আপনার পতনের কারণ হবে। মোস্তফা মহসীন মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ পিপলস পার্টির  চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের প্রমূখ।

সর্বশেষ খবর