রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে আর কাউকে তাণ্ডব করতে দেওয়া হবে না : ড. রাজ্জাক

সোনারগাঁও প্রতিনিধি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। জানমালের বিস্তর ক্ষতি করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কাউকে তাণ্ডব করতে দেওয়া হবে না। ড. রাজ্জাক গতকাল আমিনপুরে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কৃষিমন্ত্রী বলেন, বিএনপির আমলে সার চাইতে যাওয়ায় জনগণকে বুলেট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী সারের দাম কমিয়েছেন। গত চৌদ্দ বছরে আমরা এক টাকা সারের দাম বাড়াইনি। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তৃতা করেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মির্জা আজম এমপি, মৃণাল কান্তি দাস এমপি, নজিবুল্লা হিরু, দেলোয়ার হোসেন, সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সাঈদ খোকন প্রমুখ।

নতুন কমিটি ঘোষণা : অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি, সাবেক এমপি কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে সহ-সভাপতি করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর