সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অপারেশন সুন্দরবন : ‘দ্য মেকিং’ প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব কো-অপারেটিভ সোসাইটি  প্রযোজিত ও দীপংকর দীপন পরিচালিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। তবে, মুক্তির আগেই আলোচনার পাদপ্রদীপে চলে এসেছে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি। এটি শুধু একটি চলচ্চিত্রই না, একটি চ্যালেঞ্জও। সেই চ্যালেঞ্জের নানা গল্প ও ছবিটির নির্মাণের নেপথ্যের গল্প নিয়ে রেডিও ফূর্তিতে শুরু হয়েছে ‘অপারেশন সুন্দরবন : দ্য মেকিং’ শিরোনামের অনুষ্ঠান। এতে বিহাইন্ড দ্য সিনের গল্পগুলো তুলে ধরা হচ্ছে। প্রতি পর্বেই উঠে আসছে সিনেমাটি নির্মাণের না বলা নানা গল্প। সেই গল্পের পরতে পরতে রয়েছে শিহরণ আর লোমহর্ষক নানা অধ্যায়। স্থান পেয়েছে র‌্যাবের দুঃসাহসিক বীরত্বগাথা। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি র‌্যাবের উদ্যোগ, প্রচেষ্টা ও আন্তরিকতায় ছবিটির নির্মাণ শুরু হয়। দেশের চলচ্চিত্রে তখন চরম অস্থিরতা। বিশাল শূন্যতা সিনেমাপাড়ায়। সিনেমার মানুষদের মাঝেও হতাশা ওই ক্রান্তিকালেই সিনেমাটি নির্মাণে এগিয়ে আসে র‌্যাব। আর সে গল্পগুলোই ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানটিতে। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। আর সন্ধ্যা ৬টায় পুনঃপ্রচার হচ্ছে। আর সপ্তাহের সবগুলো পর্ব নিয়ে শুক্রবার রাত ১০টায় প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

 

সর্বশেষ খবর