শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টা ধাওয়া

ইটের আঘাতে পথচারী আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে বৃহস্পতিবার রাস্তায় স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় ইটের আঘাতে এক পথচারীর মাথা ফেটে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্তদের একটি পক্ষ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের এবং অন্য পক্ষ সংসদ সদস্য নোয়াখালী-০৪ একরামুল করিম চৌধুরীর সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে এমপি সমর্থকরা মিছিল করে এবং প্রধান সড়কে অবস্থান নেয়। জানতে চাইলে শিহাবউদ্দিন শাহীন জানান, মিটিং চলার সময় বাইরে পাল্টা পাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটু হাতাহাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র জানায়, জেলা আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম  সেলিমের সভাপতিত্বে বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী ও সুজিত রায় নন্দি, এমপি একরামুল করিম চৌধুরী, এমপি এইচ এম ইব্রাহিম (নোয়াখালী-১), এমপি মামুনুর রশিদ কিরণ (নোয়াখালী-৩), এমপি মোরশেদ আলম চৌধুরী, (নোয়াখালী-২), এমপি আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬), জেলা যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান প্রমুখ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরুর দুই-এক মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সর্বশেষ খবর