সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ থানার পোস্তা এলাকার প্লাস্টিক কারখানার শ্রমিককে হাতুড়ি দ্বারা পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. আলতাফ হোসেন (২৬)। এ ঘটনায় কারখানার শ্রমিক হত্যাকারী জীবন (২২)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবদুল হালিম। তিনি বলেন হাসপাতালে নিয়ে আসা শ্রমিকরা প্রথমে বিদ্যুৎ স্পৃষ্টের কথা বললেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় জীবন নামের শ্রমিক তাকে মাথায় হাতুড়ি দ্বারা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জীবনসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। প্রথমেই ঘাতক জীবনসহ শ্রমিকরা বিদ্যুৎ স্পৃষ্টের কথা বললেও  পরবর্তীতে বাহক (হত্যাকারী) জীবন জানান যে, সে একই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে  কাজ করে দুপুর আড়াইটার দিকে  রুটি খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে শ্রমিক আলতাফকে হাতুড়ি ছুড়ে মারে,পরবর্তীতে হাতুড়ি দিয়ে  মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে  কারেন্ট শর্ট দিয়ে এবং পানি দিয়ে রক্ত পরিষ্কার করে। নিজেই তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বিকাল সোয়া পাঁচটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

. মৃত আলতাফ হোসেন (২৬) নোয়াখালী জেলার বাসিন্দা বর্তমানে এ/পি- এরশাদ কলোনির পাশে একটা মেসে থাকত। ঘটনাস্থল চকবাজার লালবাগ থানাধীন পোস্তা ৬৯ নম্বর গলির  প্লাস্টিকের দানার ফ্যাক্টরি, সেখানে প্লাস্টিক সরঞ্জাম তৈরির কারখানা পোস্তা। ঘাতক হত্যাকারী মো. জীবন (২০) ঠিকানা-ইসলামবাগ এরশাদ কলোনীর পাশে ভাড়া থাকে । স্থায়ী ঠিকানা - হবিগঞ্জ সদর,হবিগঞ্জ।

সর্বশেষ খবর