মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
গৃহবধূ শামীমা হত্যা

স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করতে খুন করা হয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও মোবাইল লুট করতেই গৃহবধূ শামীমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত কিবরিয়া জাফর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান। গতকাল এ ঘটনায় গ্রেফতার  জাফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ।

সংবাদ সম্মেলনে সিএমপির বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র লুট করতে জাফর শনিবার দিবাগত রাত ২টার দিকে ভিকটিম শামীমার দরজায় নক করে। পূর্ব পরিচিত ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া হওয়ায় শামীমা রুমের দরজা খুলে দেন। প্রবেশ করেই তাকে হত্যা করে ১২ আনা ওজনের তিনটি স্বর্ণের দুল, দুটি আংটি ও একটি মোবাইল লুট করে পালিয়ে যায় সে। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, রবিবার চট্টগ্রামের নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমা পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙামাটি বিজিবিতে চাকরি করেন।

 

সর্বশেষ খবর