মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

না জানিয়ে কমিটিতে পদ দেওয়া হয়েছে ছাত্রদল নেত্রীকে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নবগঠিত কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম। তবে তাকে না জানিয়েই এ পদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকায় এ কমিটিতে থাকা উচিত মনে করছেন না তিনি। কানেতা ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন।

রবিবার সন্ধ্যায় ছাত্রদলের ঢাবি কমিটি ঘোষণার পর দিন গতকাল নিজের ফেসবুক ওয়ালে এ বিষয়ে পোস্ট করেন কানেতা ইয়া লাম লাম।

সেখানে তিনি লেখেন, ‘আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রত্ব নেই। আমি আরও আড়াই বছর আগে ঢাবিতে পড়াশোনার পাট চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই।’

রবিবার সন্ধ্যায় খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ঢাবি ছাত্রদলের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

 

 

সর্বশেষ খবর