বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

সরকারি ও বিরোধী দলের বক্তব্যে সংঘর্ষের আশঙ্কা দেখা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সরকারি এবং বিরোধী দলের নেতানেত্রীদের আক্রমণাত্মক বক্তব্যে দেশে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা দেখা যাচ্ছে। আগামী সংসদ নির্বাচন ঘিরে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কাও দেখা যাচ্ছে। দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আজমল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর। বক্তব্য দেন আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর ও মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা। সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ইসলামের আইন-বিধান চালু হলে মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ তাদের মৌলিক অধিকার পাবে এবং জানমাল ও ইজ্জতের নিরাপত্তা পাবে।

 

 

 

সর্বশেষ খবর