বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

অভিযোগপত্র নজরে আনা হয়েছে আদালতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশজুড়ে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেওয়া অভিযোগপত্র আদালতের নজরে আনা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালতে অভিযোগপত্রের বিষয়টি নজরে আনা হয়। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘পিবিআইর দেওয়া অভিযোগপত্র আদালতের নজরে আনা হয়েছে। এরপর আইনগত প্রক্রিয়া শেষ করে অভিযোগপত্র বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আগামী ১০ অক্টোবর এ মামলার শুনানির দিন ধার্য করা আছে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আকতারের সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এরপর ঘুরে যায় আলোচিত এ মামলার তদন্ত। এরপর গ্রেফতার করা হয় বাবুল আকতারকে। ওই মামলায় বাবুল বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। ১৩ সেপ্টেম্বর এ মামলার ২ হাজার ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র প্রদান করে পিবিআই। যাতে বাবুল আকতারসহ সাতজনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর