শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সম্মেলন ডেকে স্থগিত করল বিএনপি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ডেকে স্থগিত করেছে বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতারা। গতকাল বিকাল ৩টায় বালিয়াকান্দি কলেজ মাঠে এই দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় পুলিশি বাধার মুখে সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নুর দাবি অগণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলনের নামে কিছু নেতা-কর্মী ডেকে কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ করতে বাধার মুখে সম্মেলন প্রতিহত করা হয়। বালিয়াকান্দি উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলা কমিটির বর্তমান আহ্বায়ক গোলাম শওকত সিরাজ ও সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল বালিয়াকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন।

তারা বালিয়াকান্দি কলেজ মাঠ, তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এবং শওকত সিরাজের বাড়ির সামনে তিনটি মাঠের যে কোনো একটিতে সম্মেলন আয়োজনের অনুমতির আবেদন করেন। উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বালিয়াকান্দি কলেজ মাঠে সম্মেলন শেষে প্রস্তুতি গ্রহণ করেন। সেখানে গিয়ে সম্মেলন প্রতিহতের চেষ্টা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতা-কর্মী। গতকাল বালিয়াকান্দির তেঁতুলিয়া মাঠে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন উপজেলা বিএনপির নেতারা। তেঁতুলিয়া মাঠে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে সম্মেলন প্রতিহতের চেষ্টা করেন চুন্নু। পরে সম্মেলন স্থগিত করেন আয়োজক কমিটি। সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমানসহ অন্য নেতাদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু বলেন, বর্তমানে বালিয়াকান্দি আহ্বায়ক কমিটি কোনো ইউনিয়ন কমিটি গঠন করেনি। বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে কমিটি ঘোষণা করেন। সম্মেলনে বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হচ্ছেন। আমরা বিএনপির এই অগণতান্ত্রিক সম্মেলন করতে দিতে পারি না। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী খান বলেন, চুন্নুর ক্ষমতা নাই বিএনপির সম্মেলন প্রতিহত করার। আজকের সম্মেলনে কয়েক হাজার নেতা-কর্মী আসতেন। আমরা সম্মেলন শুরুর আগেই পুলিশি বাধার মুখে পড়ি। সে কারণে আমরা সম্মেলন স্থগিত করেছি। সম্মেলন স্থগিতের ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হয়। তার সরকারি নম্বরে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

সর্বশেষ খবর